Bolbona Go Ar Kono Din | বলবোনা গো আর কোনদিন | Bengali Song Lyrics

Baul Sukumar | Bolbona Go Ar Kono Din | বলবোনা গো আর কোনদিন | Bengali Song | - Baul Sukumar Lyrics

Singer Baul Sukumar
Singer Ankur Mahamud
Music Eagle Team
Song Writer Sukumar Baul

বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে।।

বলে ছিলে গো ভালবাসি গো
আজ কেন গো এমন ও হল।।
এমন ও হল এমন ও হল

বলবো না গো আর কোনদিন
ভাল বাস তুমি মোরে।

ভালবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ ।।
কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ

বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে।

ভালবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গদে জ্বলে বার মাস।
বাউলের অন্তরে বাউলের অন্তরে

বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে।



Post a Comment

0 Comments