Tui Chara Ke Apon Lyrics (তুই ছাড়া কে আপন) | Rupak Tiary | Biyas Sarkar

Tui Chara Ke Apon Lyrics (তুই ছাড়া কে আপন) Rupak Tiary | Biyas Sarkar


Song : Tui Chara Ke Apon
Vocal : Biyas Sarkar & Rupak Tiary
Lyrics: Aviman Paul
Tune: Rupak Tiary
Direction & Post Production: Aditya Paul
Gaffer: Souvik Dalal
Drone: Debdip Chakraborty 


Tui Chara Ke Apon Song Lyrics In Bengali :

আলতো খেয়ালি, বৃষ্টি কাজলে 
লজ্জা মাখানো মেঘলা আঁচলে। 
 
কথা দেওয়া ছিলো সন্ধ্যে নূপুরে 
ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে। 

মন রে বলি শোন 
তুই ছাড়া কে আপন,
মন রে যাসনা ছেড়ে মিথ্যে বাহানায়। 

মন রে কাছে আয় 
আকাশ খোলা জানালায়,
তোর বুকে মাথা রাখি 
নরম জোছনায়।।

মন কাকে খুঁজে ফিরিস উড়ালি হাওয়ায় 
মন রে তোর মনের হদিস খোঁজা বড় দায়। 

তোর জন্য যত্নে সাজাই প্রেমেরই আটচালা 
মন রে তুই খামখেয়ালি ঘরে ফিরে আয়। 

ও মন রে কোথায় 
মনের মানুষ পাওয়া যায়?
তাকে মনের ঘরে আগল দিয়ে রাখিস পাহারায়। 

মন রে বলি শোন 
তুই ছাড়া কে আপন,
মন রে যাসনা ছেড়ে মিথ্যে বাহানায়। 

মন রে কাছে আয় 
আকাশ খোলা জানালায়,
তোর বুকে মাথা রাখি 
নরম জোছনায়।

আলতো খেয়ালি, বৃষ্টি কাজলে 
লজ্জা মাখানো মেঘলা আঁচলে। 
 
কথা দেওয়া ছিলো সন্ধ্যে নূপুরে 
ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে। 

মন রে বলি শোন 
তুই ছাড়া কে আপন,
মন রে যাস না ছেড়ে মিথ্যে বাহানায়। 

মন রে কাছে আয় 
আকাশ খোলা জানালায়,
তোর বুকে মাথা রাখি 
নরম জোছনায়।।

তুই ছাড়া কে আপন লিরিক্স - রূপক তিয়ারী ও বিয়াস সরকার :
Alto kheyali Brishti kajole
Lojja makhano Meghla achole
Kotha deowa chhilo Sondhe nupure
Chuye dile amay Sohagi adore
Mon re boli shon
Tui chara ke apon
Mon re jasna chere Mithye bahanay
Mon re kachhe aay
Akash khola janalay
Tor buke mathha rakhi
Norom Jochhonay
Mon kake khuje firis Urali haway
Mon re tor moner hodis
Khoja boro daye
Tor jonne jotne sajai
Premeri atchala
Mon re tui khamkheyali
Ghore phire aay
O mon re kothay
moner manus pawoa jay
Taake moner ghore agol diye
Rakhis paharay

Post a Comment

0 Comments